যারা আ. লীগকে পুনরায় ক্ষমতায় আনার ‘পরিকল্পনা’ করছেন, তা জানিয়েছেন হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন যে, দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার জন্য একটি ‘পরিকল্পনা’ চলছে। তিনি আরও জানান, আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য তাকে আসন ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ বিষয়ে বিস্তারিত জানান। হাসনাত বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নে ভারতও জড়িত।
হাসনাত তার পোস্টে দাবি করেছেন, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন এবং তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে এই পরিকল্পনা তৈরি হচ্ছে।
তিনি আরও জানান, আসন ভাগাভাগি করে একটি পক্ষ আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার জন্য প্রস্তাব দিয়েছিল এবং তাদেরকে বলা হয়েছিল, ইতোমধ্যে কয়েকটি রাজনৈতিক দল এই প্রস্তাব গ্রহণ করেছে, তবে তারা শর্তসাপেক্ষে রাজি হয়েছে।
তবে হাসনাত এই প্রস্তাব গ্রহণ করতে অস্বীকার করেন।
তিনি আরও লেখেন, “আমাদের বলা হয়েছিল, রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের জন্য যারা কাজ করবেন, তারা এপ্রিল বা মে মাস থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করে, হাসিনাকে অস্বীকার করবেন এবং বঙ্গবন্ধুর আওয়ামী লীগের নামে জনগণের সামনে হাজির হবেন। তবে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং বলি, আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন।”
এনসিপির এই নেতা আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আপসের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন। তিনি লেখেন, “চলুন, আমরা একসাথে হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করলে জুলাইয়ে তাদের পতন নিশ্চিত হবে।
“আমরা শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত শহীদদের রক্ত বৃথা হতে দেব না। ৫ আগস্টের পর বাংলাদেশে আওয়ামী লীগের পুনরায় ফিরে আসার আর কোনো সুযোগ নেই, বরং তাদের অবশ্যই নিষিদ্ধ করতে হবে।”
রার/সা.এ
প্রকাশিত: | By Symul Kabir Pranta