হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা, শতাধিক ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘গণতান্ত্রিক বাংলাদেশ হচ্ছে দেশের জনগণের প্রধান প্রত্যাশা। জুলাই অভ্যত্থানের যে লক্ষ্য, তা অর্জনের জন্য শক্তিশালী ঐক্যের প্রয়োজন। সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে দলের ৩১ দফা পূর্ণরূপে বাস্তবায়ন করবে।’
বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর মোমেনবাগ পূর্ব ও পশ্চিম ইউনিট বিএনপির (৬৫ নং ওয়ার্ড) আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এক দোয়া ও ইফতার মাহফিলের পূর্ব আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নবীউল্লাহ নবী আরো বলেন, ‘জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে বিএনপি এখনো রাজপথে সক্রিয়। গণতন্ত্রের পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি সংগ্রাম করছে। আমরা মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তাই গণতন্ত্রের পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এ অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা জামশেদুল আলম শ্যামল, যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এহতেশাম উদ্দিন নকীবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শআ
প্রকাশিত: | By Symul Kabir Pranta