নেতানিয়াহু বিরোধী আন্দোলনে উত্তাল ইসরায়েল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অঞ্চলে নতুন যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে হাজার হাজার ইসরায়েলি সড়কে নেমে বিক্ষোভ করেছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন তারা। বিক্ষোভকারীদের দাবি, এই সরকার দেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে।
বিক্ষোভের কারণে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ হয়ে যায়। জেরুজালেম ও তেল আবিব থেকে অন্তত ১২ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। আয়োজকদের মতে, আগামী দিনগুলোতে বিক্ষোভ আরও তীব্র হতে পারে।
ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান রোনেন বারকের পদচ্যুতি নিয়ে বিক্ষোভ শুরু হয়েছিল, কিন্তু গাজায় বিমান হামলা চালানোর পর বিক্ষোভ নতুন মাত্রা পায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা ৫৯ জন জিম্মির জীবন নিয়ে চিন্তা করছে না, এর মধ্যে ২৪ জন জীবিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুদ্ধবিরতি বজায় রাখতে বিদেশি সরকারগুলোর আহ্বান উপেক্ষা করে, ইসরায়েলের সশস্ত্র বাহিনী আকাশ ও স্থলপথে হামলা বৃদ্ধি করেছে। এর ফলে গত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেস্তে গেছে। আল–জাজিরা জানাচ্ছে, গাজায় গত তিন দিনে ইসরায়েলের হামলায় ৬০০ এর বেশি মানুষ, যাদের মধ্যে ২০০ শিশুও রয়েছে, নিহত হয়েছেন।
বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেছেন, নেতানিয়াহু সরকার রাজনৈতিক এবং দলীয় স্বার্থে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং গাজায় হামাসের কাছে আটকে থাকা ৫৯ জন জিম্মির ভবিষ্যত নিয়ে কোনো চিন্তা করছে না।
ব্রাদার্স ইন আর্মস আন্দোলনের প্রধান নির্বাহী ইতান হার্জেল বলেন, ‘এই সরকার এখন নিজেকে রক্ষা করতে ইসরায়েলের জনগণকে বিভ্রান্ত করার জন্য যুদ্ধ পুনরায় শুরু করেছে। নেতানিয়াহু সরকার এখন সব ধরনের বৈধতা হারিয়েছে এবং সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’
বিডি প্রতিদিন/নাজমুল
প্রকাশিত: | By Symul Kabir Pranta