গাজাবাসীদের সহায়তায় জামায়াত আমিরের আহ্বান
গাজাবাসীর ওপর চলমান নির্যাতন ও গণহত্যা বন্ধে, মুসলিম উম্মাহসহ বিশ্বের সকল শান্তিপ্রিয় এবং ন্যায়ের পক্ষে থাকা মানুষকে একত্রিত হয়ে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমান।
গতকাল রাজধানীর শেওড়াপাড়ার মনিপুর স্কুল অ্যান্ড কলেজ (ব্রাঞ্চ-৩) মাঠে কাফরুল থানা পশ্চিম জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমীর আবদুল মতিন খান। সাধারণ সম্পাদক আতিক হাসান রায়হান অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আবদুর রহমান মূসা, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি ড. রেজাউল করিম, এবং সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, গাজা কখনো পরাজিত হবে না। কারণ, গাজাবাসীরা কোরআনের অনুসারী এবং তারা কোরআনের সৈনিক। ভয়কে জয় করেই তারা গাজায় বসবাস করছেন। জন্মভূমি ছেড়ে চলে যাওয়ার জন্য যতো ভয় দেখানো হোক না কেন, তারা আল্লাহর নির্দেশের অপেক্ষায় থেকে গাজাতেই রয়ে গেছেন। তিনি আরও বলেন, পৃথিবীর প্রতিটি মা সন্তান জন্ম দেন, কিন্তু গাজার মায়েরা জন্ম দেন যোদ্ধা। তাই গাজার প্রতিরোধ যোদ্ধাদের জন্য একদিন জায়নবাদীদের পরাজয় আসবেই।
এই নৃশংসতা দেখে কেউ চুপ থাকতে পারে না। যার যতটুকু সাধ্য রয়েছে, তা দিয়েই মজলুম গাজাবাসীদের পাশে দাঁড়াতে হবে।
জামায়াত আমীর বলেন, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কেবল আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করা প্রয়োজন। মানবসৃষ্ট মতবাদে দেশ পরিচালনা করার ফলেই সমাজে এত অস্থিরতা ও বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। যদি সমাজ ও রাষ্ট্রে কোরআন বিজয়ী হয়, তাহলে কোনো ধর্মের মানুষেরই সমস্যা থাকবে না।
প্রকাশিত: | By Symul Kabir Pranta