৮টি বিভাগে বৃষ্টি, তাপমাত্রা সম্পর্কে নতুন পূর্বাভাস
আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮টি বিভাগের বেশ কিছু স্থানে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
শুক্রবার (২১ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়, যা পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য প্রযোজ্য।
পূর্বাভাসে বলা হয়, পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ রয়েছে, আর দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ অবস্থিত। এই পরিস্থিতির কারণে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় শিলাবৃষ্টি হতে পারে।
শনিবার (২২ মার্চ) এই পরিস্থিতি অব্যাহত থাকবে, এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে, সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
রোববার (২৩ মার্চ) বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে, এবং বিভিন্ন বিভাগে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বাঁধন/সিইচা/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta