ইউপি সদস্যের বাসায় ১২৮ বস্তা ভিজিএফ চাল জব্দ, ইউপি সদস্য পলাতক
কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ইউপি সদস্য মো. রোকন উদ্দিনের বাড়ি থেকে ৩০ কেজি ওজনের ১২৮ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামে এই অভিযান পরিচালিত হয়, যার মাধ্যমে ১২৮ বস্তা চাল উদ্ধার করা হয়।
সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য উপজেলার বাদলা ইউনিয়নে চাল বিতরণ চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ইউপি সদস্য মো. রোকন উদ্দিন এই চাল আত্মসাৎ করেন। খবর পেয়ে যৌথ বাহিনী থানেশ্বর গ্রামে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ৩০ কেজি ওজনের ১২৮ বস্তা চাল উদ্ধার করেন।
কোনো আসামি আটক হয়নি, ইউপি সদস্য পলাতক রয়েছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন যে, বাদলা ইউনিয়নের চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়া এবং ইউপি সদস্য মো. রোকন উদ্দিন নিজস্ব লোকজন দিয়ে একাধিকবার চাল উত্তোলন করে অবৈধভাবে মজুদ করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মো. রোকন উদ্দিনের ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
বাদলা ইউপি চেয়ারম্যান মো. আদিলুজ্জামান ভূঁইয়া ফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, জনগণ নিজের ইচ্ছায় চাল বিক্রি করেছেন, যা একজন ব্যবসায়ী কিনেছেন। তিনি দাবি করেন, মেম্বার সাধারণ মানুষ থেকে চাল কিনে নিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক জানান, তিনি বিষয়টি জানেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta