জনতা গণপিটুনি দিয়ে পানিতে ফেলে দিল: পুলিশ উদ্ধার করল লাশ
বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সুলতানি গ্রামের বাসিন্দা হাসান মাঝি নামের এক যুবককে গণপিটুনির পর বুড়িগঙ্গার পানিতে ফেলে দেওয়া হয়। নিহত হাসান বর্তমানে কামরাঙ্গীরচরের মুসলিম নগর কুরবান হাজির বাড়িতে বসবাস করতেন এবং একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।
শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা নামা বাড়ি এলাকার নাদু ব্যাপারির ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয় এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানিয়েছেন, তিন যুবক ভোরবেলা বেরিবাধ এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করছিল। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলে এবং পরে তাকে গণপিটুনি দিয়ে পানিতে ফেলে দেয়। দীর্ঘক্ষণ পানিতে পড়ে থাকার পর সে মারা যায়।
বরিশাল নৌ পুলিশ ফাঁড়ির এসআই মোক্তার হোসেন জানান, স্থানীয়রা নদীর পাড়ে পানির নিচে একটি হাত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদনে তার শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া যায়। গণপিটুনির বিষয়ে আমরা শুনেছি, তবে কেউ সাক্ষী হওয়ার জন্য প্রস্তুত হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta