নাটোরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু
নাটোরের লালপুর উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুটির মা এবং গাড়ি চালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১ টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কের লালপুর উপজেলায় গোধড়া বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন বগুড়া সদরের কইতলা এলাকার বাসিন্দা শাহরিয়ার সাকিল এবং তার ২ বছরের শিশু কন্যা সুমাইয়া আক্তার।
ওসি ইসমাইল হোসেন বলেন, সকালে যশোর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার তিনজন যাত্রী নিয়ে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। বনপাড়া-পাবনা মহাসড়কের লালপুর উপজেলায় গোধড়া বাজার এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারে থাকা বাবা-মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। ওই সময় গাড়িতে থাকা নিহত শিশুর মা ও চালক গুরুতর আহত হন।
তিনি আরও জানান, নিহত শিশুটির মাকে উদ্ধার করে স্থানীয় পাটোয়ারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়া গাড়ির চালককে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta