আবারও ইনু, মেনন, আনিসুল, দীপু মনি ও সাদেক খান রিমান্ডে
আদালত সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, দীপু মনি এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানের বিভিন্ন সময় রিমান্ড মঞ্জুর করেছেন।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।
ইনু, মেনন, দীপু মনির জন্য ৪ দিনের রিমান্ড
রাজধানী যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ওবায়দুল ইসলামের হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দীপু মনিকে চার দিনের রিমান্ড দিয়েছে আদালত।
আদালতে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তবে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানান। এরপর আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, ৪ আগস্ট যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্পের সামনে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে ১৪ দলের সদস্যরা অবৈধ অস্ত্র দিয়ে জনগণের ওপর গুলি চালায়, যার ফলে ওবায়দুল ইসলাম নিহত হন। এ ঘটনায় ৫৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
আনিসুল হকের তিন দিনের রিমান্ড
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের বসিলায় সুজন নামের একজন ব্যক্তির হত্যার মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন জানায়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০ জুলাই মোহাম্মদপুরে সুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় তার ভাই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।
সাদেক খান তিন দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের বসিলায় মিরাজুল ইসলাম অর্ণব নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
পিবিআইয়ের পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সাদেক খান নিজে আদালতে উপস্থিত ছিলেন। তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত তাকে তিন দিনের রিমান্ড দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ১৯ জুলাই মোহাম্মদপুরের বসিলায় মিরাজুল ইসলাম অর্ণব গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
বিডি-প্রতিদিন/বাজিত
প্রকাশিত: | By Symul Kabir Pranta