নাগরপুরে সময়ের সাথে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষ
বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ৬ জন ও আহত এক পরিবারের সহায়তার জন্য সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) সরকারি আর্থিক সাহায্য প্রদান করেছে।
সোমবার দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সাথে আলোচনা শেষে তাদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বাস চাপায় নিহত শিক্ষার্থী মায়িশা ফওজিয়া মীম এর পরিবারকে ৫ লাখ টাকার সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন।
এসময় সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে নিহত আরও ৭টি পরিবারের জন্য ৩৫ লাখ এবং আহত এক পরিবারের জন্য ১ লাখ টাকার চেক প্রদান করা হয়। মোট ৩৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুচি কান্ত হাজং, বিআরটিএর সহকারী পরিচালক খালেদ মাহমুদ, মটরযান পরিদর্শক সৌরভ সাহা এবং দেবাশীষ বিশ্বাস। সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যরা জেলা প্রশাসন ও বিআরটিএ থেকে সহায়তা পেয়ে কান্নায় ভেঙে পড়েন।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta