ধর্মপাশায় ‘ডেবিল হান্ট’ অভিযানে আ.লীগ নেতা আটক
সুনামগঞ্জের ধর্মপাশায় ‘ডেবিল হান্ট’ অভিযানের আওতায় উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোবারক হোসেন রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়।
মোবারক হোসেন রুবেল ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, তিনি পল্লী চিকিৎসক এবং গাছতলা বাজারে ফার্মেসির ব্যবসা করতেন। এলাকার মানুষের মধ্যে তিনি একজন ভাল ও ভদ্র ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
তার পরিবার দাবি করেছে, কোনো আইনি ভিত্তি ছাড়াই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানিয়েছেন, মোবারক হোসেন রুবেল আগে থেকেই একটি নিয়মিত মামলার আসামি ছিলেন। বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta