বিজিবিতে সিপাহি নিয়োগ, বয়সসীমা ১৮-২৩ বছর
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০৪তম ব্যাচে সিপাহি (জিডি) পদে নারী ও পুরুষ প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি: ন্যূনতম GPA 3.0
এইচএসসি: ন্যূনতম GPA 2.5
শারীরিক যোগ্যতা:
পুরুষ: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৮৯৫ কেজি, বুকের মাপ ৩২-৩৪ ইঞ্চি
নারী: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি
ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য শিথিলযোগ্য।
দৃষ্টিশক্তি: ৬/৬
বয়সসীমা:
৩ আগস্ট ২০২৫ তারিখে ১৮-২৩ বছর।
বৈবাহিক অবস্থা:
অবিবাহিত, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।
আবেদনের পদ্ধতি:
বিজিবির নিয়োগ ওয়েবসাইটে ৬টি ধাপ অনুসরণ করে আবেদন করতে হবে।
আবেদন ফি:
৫৬ টাকা ব্যাংকিং কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
এসএসসি ও এইচএসসি মূল সনদ
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র
অভিভাবকের অনুমতিপত্র
স্থায়ী ঠিকানার সনদ
চারিত্রিক সনদ
১১ কপি পাসপোর্ট সাইজের ছবি
জাতীয় পরিচয়পত্রের মূল ও সত্যায়িত কপি
প্রবেশপত্রের কপি
আবেদনের সময়সীমা:
৪ ফেব্রুয়ারি - ১৩ ফেব্রুয়ারি ২০২৫
প্রকাশিত: | By Symul Kabir Pranta