বাংলাদেশ ব্যাংকে এডি পদে ১০০ জনের জন্য অফার লেটার প্রকাশিত
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (এডি) পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ১০০ জন প্রার্থীর নামে অফার লেটার ইস্যু করা হয়েছে। এই তথ্য ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
নিয়োগ সংক্রান্ত তথ্য
২০২৩ সালের ৩০ মে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর ওয়েবসাইটে প্রকাশিত লিংকে পাওয়া যাবে।
প্রার্থীরা ২ ফেব্রুয়ারির মধ্যে সিভি আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অফার লেটার ও প্রয়োজনীয় কাগজপত্র ডাউনলোড করতে পারবেন।
জরুরি নির্দেশনা
নির্বাচিত প্রার্থীদের ২৩ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, প্রধান কার্যালয়ে রিপোর্ট করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট না করলে অফার লেটার অকার্যকর বলে গণ্য হবে এবং পরবর্তীতে এই নিয়োগের জন্য আর কোনো সুযোগ থাকবে না।
প্রকাশিত: | By Symul Kabir Pranta