ইউক্রেনে রুশ আক্রমণে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু
রাশিয়ার বড় বিমান হামলা রুখতে গিয়ে ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যেখানে পাইলট মারা গেছেন।
রাশিয়া এই আক্রমণে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের তথ্য ইউক্রেনীয় কর্তৃপক্ষ রবিবার নিশ্চিত করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য অনুরোধ করেছেন।
রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, রুশ হামলায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন এবং বাড়িঘর ও অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।
খবরের বরাত দিয়ে বলা হয়েছে, হামলার সময় কিয়েভে সাইরেন বাজে এবং অনেক পরিবার মেট্রো স্টেশনে আশ্রয় নেয়। রাজধানী ও লেভিভ শহরে গুলির শব্দ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লেভিভের গভর্নর বলেছেন, হামলার লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ অবকাঠামো।
এটি ইউক্রেনের জন্য তৃতীয় এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতি। যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত এসব বিমান ইউক্রেন ব্যবহার শুরু করার পর থেকে তিনটি হারিয়েছে।
খবর অনুযায়ী, পাইলট বিমানটি জনবসতি থেকে দূরে সরানোর চেষ্টা করেছিলেন, কিন্তু অবতরণের আগেই বিমান বিধ্বস্ত হয়ে যান এবং তিনি উদ্ধার হতে পারেননি।
ইউক্রেনীয় বিমান বাহিনী জানায়, পাইলট সমস্ত অস্ত্র ব্যবহার করে সাতটি রুশ লক্ষ্য ধ্বংস করেন। শেষ লক্ষ্য ধ্বংস করার সময়ই তার বিমান ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।
রাশিয়া একরাতে ইউক্রেনের দিকে ৪৭৭টি ড্রোন ও ৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে ইউক্রেন প্রতিরক্ষা বাহিনী ২১১টি ড্রোন ও ৩৮টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। আরও ২২৫টি ড্রোন ইলেকট্রনিক যুদ্ধের কারণে ভ্রান্ত বা মিথ্যা লক্ষ্য ছিল।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, যতদিন রাশিয়ার হামলার ক্ষমতা থাকবে, তারা থামবে না।
তিনি জানান, গত সপ্তাহে রাশিয়া প্রায় ১১৪টি ক্ষেপণাস্ত্র, ১,২৭০টি ড্রোন এবং ১,১০০টি গ্লাইডিং বোমা নিক্ষেপ করেছে।
অন্যদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নোভোস্টি জানিয়েছে, ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়া-নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলে একজন নিহত হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল
প্রকাশিত: | By Symul Kabir Pranta