ট্রাম্পের ছেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন
মার্কিন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন এরিক ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় পুত্র ইঙ্গিত দিয়েছেন, তার বাবার মেয়াদ শেষে তিনি অথবা তাদের পরিবারের কেউ প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন।
শনিবার (২৮ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এরিক তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সরাসরি কথা বলেন।
এরিক ট্রাম্প বলেন, ‘আমি যদি বাবার মতো রাজনীতিতে আসতে চাই, তাহলে হোয়াইট হাউস পর্যন্ত যাওয়ার পথ আমার জন্য কঠিন হবে না। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে—আমি আদৌ সেই পথে হাঁটতে চাই কি না? আমার সন্তানদেরও কি আমি সেই একই চাপে ফেলতে চাই, যেটা আমি গত ১০ বছরে অনুভব করেছি? যদি উত্তর হয় “হ্যাঁ”, তাহলে রাজনীতিতে আসাটা আমার জন্য সহজ হবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি জানি, শুধু আমি নই—আমাদের পরিবারের অন্যান্য সদস্যরাও রাজনীতির এই রাস্তায় হাঁটতে পারেন।’
প্রসঙ্গত, ট্রাম্প পরিবারের সদস্যদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও ইভাঙ্কা ট্রাম্প ইতোমধ্যে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। এতদিন পারিবারিক ব্যবসা সামলালেও এরিকের সাম্প্রতিক বক্তব্যে রাজনীতির প্রতি তার আগ্রহ স্পষ্টভাবে ফুটে উঠেছে।
এরিক নিজের রাজনৈতিক সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি অনেক রাজনীতিবিদকে দেখেছি, যাদের অর্ধেকও আমার মনোযোগ কাড়তে পারেননি। আমি বিশ্বাস করি, চাইলে এই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করতে পারব।’
২০২৪ সালের নির্বাচনের পর ট্রাম্প পরিবারের রাজনীতিতে শেষ অধ্যায় কিনা, এ প্রশ্নে এরিক বলেন, ‘আমি নিশ্চিত নই… সময়ই বলে দেবে।’
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প পরিবারের আর্থিক লাভের অভিযোগও অস্বীকার করেন তিনি। এরিক বলেন, ‘রাজনীতির মাধ্যমে যদি কোনো পরিবার আর্থিক লাভ না করে থাকে, তবে সেটা আমাদের পরিবার। বরং, যদি বাবা প্রথমবার নির্বাচনে না দাঁড়াতেন, আমাদের সম্পদ আরও বেশি হতো। শুধুমাত্র রাশিয়া সংক্রান্ত ভুয়া অভিযোগ আর মিথ্যা মামলার প্রতিরোধে আমরা প্রায় ৫০০ মিলিয়ন ডলার খরচ করেছি।’ সূত্র: দ্য গার্ডিয়ান
প্রকাশিত: | By Symul Kabir Pranta