সালথায় ভয়াবহ আগুনে ৪ দোকান পুড়ে ছাই
ফরিদপুরের সালথা উপজেলার মোন্তার মোড় বাজারে বিদ্যুৎ শর্টসার্কিটের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রোববার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে সোনাপুর ইউনিয়নের মোন্তার মোড় বাজারে এই অগ্নিকাণ্ডটি ঘটে, যার ফলে ৪টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে ফার্নিচারের দোকানি বাবু মোল্যা, গ্রীল ব্যবসায়ী বক্কার শেখ এবং লেপতোষক বিক্রেতা হাবিব মুন্সীর দোকান পুড়ে গেছে। বিশেষভাবে, বক্কার শেখের দোকানে ক্ষতির পরিমাণ বেশি। তিনি জানান, তার দোকানের নামে ১০ লাখ টাকার ঋণ ছিল। পাশাপাশি, পাশের ফুসকা ও হালিমের দোকানের অর্ধেক অংশও পুড়ে গেছে।
স্থানীয়রা আরো জানান, যদি ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে না পৌঁছাত, তবে আরও বড় ক্ষতির আশঙ্কা ছিল।
সালথা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, 'অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দ্রুত দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ পরবর্তীতে আরও বিশদভাবে নিরূপণ করা হবে।'
এদিকে, স্থানীয়রা কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন যাতে ভবিষ্যতে এমন বিপদ থেকে রক্ষা পেতে বাজারের নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করা হয়।
প্রকাশিত: | By Symul Kabir Pranta