বিএনপি কখনোই অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না: অধ্যাপক ওবায়দুল ইসলাম
বিএনপির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেছেন, বিএনপি কখনোই অস্ত্রের রাজনীতির পক্ষে নয়। সম্প্রতি বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হালিম খোকন তার সম্পর্কে কিছু মন্তব্য করেছেন, যার প্রতিবাদে তিনি এ মন্তব্য করেছেন।
অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, আব্দুল হালিম খোকনের দেয়া মন্তব্যগুলি ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং সম্পূর্ণ মিথ্যা। তার এই বক্তব্যকে তিনি অশ্রদ্ধা জানিয়ে প্রতিবাদ করেছেন।
রবিবার এক বিবৃতিতে অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, গত ১৬ এপ্রিল বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী এসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মোড়েলগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হালিম খোকন।
তিনি আরও জানান, অনুষ্ঠানটির শেষে যখন তার বক্তব্য দেয়ার সময় আসে, তখন আব্দুল হালিম খোকন তাকে বিভিন্ন অতিরঞ্জিত, মিথ্যা ও অবাস্তব বিশেষণে বিশেষায়িত করেন, যা তার মানহানি করেছে এবং উপস্থিত নেতাকর্মীদের সামনে তাকে হেয় প্রতিপন্ন করেছে। এছাড়াও, এই বক্তব্য জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি একটি চরম অপবাদ ছিল।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আব্দুল হালিম খোকন তার বক্তব্যে বলেন, “আমি সরাসরি ওনার (অধ্যাপক ওবায়দুল) ছাত্র না, উনি সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্ট, আমি আর্টস ফ্যাকাল্টির স্টুডেন্ট, আমি তাকে কখনো ভাই বলে সম্বোধন করিনি, সবসময় স্যার হিসেবে সম্বোধন করেছি। ১৭ বছর তাকে রাজপথে নেতৃত্ব দিতে দেখেছি, অনেক সময় কাটা রাইফেল, বন্দুক, পিস্তল সেভ করেছেন আমার প্রিয় শিক্ষক।”
অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, এ ধরনের বক্তব্যে শুধু তার নিজের সম্মানহানি হয়নি, বরং জাতীয়তাবাদী ছাত্রদলের সম্মানও ক্ষুণ্ন হয়েছে। তার বক্তব্যে প্রমাণিত হয়েছে যে, জাতীয়তাবাদী ছাত্রদল অস্ত্রধারী সন্ত্রাসীদের সংগঠন, যা তার জীবনের জন্য অপমানজনক।
বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক আরও বলেন, ছাত্রজীবন থেকেই রাজনীতি করেছি, কিন্তু কখনো অস্ত্রের রাজনীতি করেনি। শিক্ষকতা ও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠনে নেতৃত্ব দিয়েছি এবং সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করেছি।
অতএব, তিনি আব্দুল হালিম খোকনের মিথ্যা বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta