ইসরায়েলে ভয়াবহ দাবানল চলছে
ইসরায়েলের কয়েকটি অঞ্চলে হঠাৎ করে ভয়াবহ দাবানল শুরু হয়েছে। বিমান ও হেলিকপ্টার ব্যবহার করেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, স্থানীয় কর্তৃপক্ষ তীব্রভাবে চেষ্টা চালাচ্ছে।
টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র গরম এবং ঝোড়ো বাতাসের কারণে ২৩ এপ্রিল বুধবার বেশ কয়েকটি স্থানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামলাতে পুলিশ কিছু প্রধান শহর খালি করতে বাধ্য হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, বেইত শেমেশ অঞ্চলে অগ্নিকাণ্ডের কারণে এশতাওল, বেইত মেইর এবং মেসিলাত জিওন থেকে মানুষদের সরিয়ে নিতে হয়েছে এবং পুলিশ ওই এলাকা থেকে জেরুজালেম যাওয়ার প্রধান সড়ক (রুট ৩৮) বন্ধ করে দিয়েছে।
প্রথমে আগুন শহরের কেন্দ্রস্থলের কাছে মোশাভ তারুমের কাছাকাছি ছড়িয়ে পড়ে। অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করার পর তীব্র বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ে।
ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির এক মুখপাত্র টাইমস অব ইসরায়েলকে জানান, এই অগ্নিকাণ্ডে ৯ জন আহত হয়েছেন, তাদের মধ্যে সাতজন দমকলকর্মী এবং দু’জন সাধারণ নাগরিক রয়েছেন।
অগ্নিনির্বাপণ ও উদ্ধার সংস্থা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ছয়টি জেলা থেকে দমকলকর্মী সংগ্রহ করেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) এই কাজে যোগ দিয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta