পাকিস্তান পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ, ভারতকে চূড়ান্ত জবাব দেওয়া হবে
পাকিস্তানে ভারত যদি সীমান্ত অতিক্রম করে কোন আগ্রাসন চালায়, তবে পাকিস্তান তাৎক্ষণিকভাবে ‘চূড়ান্ত জবাব’ দেবে বলে সতর্কতা দিয়েছেন আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক।
তিনি বলেছেন, পাকিস্তানের সীমান্ত লঙ্ঘনের জন্য ভারত সাহস পাবে না। এছাড়া ভারতীয় কূটনীতির কঠোর সমালোচনা করেছেন তিনি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনে এই তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, আজাদ জম্মু ও কাশ্মিরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সীমান্ত পেরিয়ে যদি ভারত কোনও আগ্রাসন চালায়, পাকিস্তান “চূড়ান্ত জবাব” দেবে।
বৃহস্পতিবার আজাদ কাশ্মিরের আইনসভায় এক বক্তৃতায় তিনি জানান, “ভারতের কোনও সাহস নেই পাকিস্তানের সীমান্ত লঙ্ঘন করার। তবে, যদি তারা তা করে, তারা শক্তিশালী প্রতিরোধের মুখে পড়বে।”
ভারতের কূটনৈতিক নীতিকে চাণক্য নীতির মতো উল্লেখ করে তিনি বলেন, “কূটনীতির আড়ালে ছুরি মারার” চেষ্টা করছে ভারত। কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক হামলার বিষয়ে ভারত যে তথ্য দিচ্ছে, তা মিথ্যা এবং ইতোমধ্যে প্রকাশ পেয়েছে।
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন যে, ভারত কোন তৃতীয় পক্ষকে ব্যবহার করে আজাদ কাশ্মিরে অস্থিরতা সৃষ্টি করতে চাইতে পারে। তিনি সতর্ক করে বলেন, “ভারত যদি এমন কোনও পদক্ষেপ নেয়, তখন তার উপযুক্ত জবাব দেওয়া হবে।”
আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ভারত এক বছর ধরে ধারাবাহিকভাবে “পানির আগ্রাসন” চালিয়ে আসছে। তিনি বলেন, “পূঁছ ও নীলম নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়া ভারতীয় ষড়যন্ত্রের অংশ।”
মোদি সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি মন্তব্য করতে গিয়ে আনোয়ারুল হক বলেন, “কানাডা থেকে কাশ্মির পর্যন্ত, মোদির ভারত রাষ্ট্রীয় নীতি হিসেবে সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়েছে। বিশ্ব তা এখন বুঝে ফেলেছে।”
পাকিস্তানের সেনাবাহিনীর ভূমিকাকে প্রশংসা করে তিনি বলেন, “আজাদ কাশ্মিরের পতাকার পেছনে রয়েছে পাকিস্তান। আমরা যে স্বাধীনতা উপভোগ করি, তা ভারতীয় কাশ্মিরে নেই। আমি আমাদের সীমান্তের ওপারের ভাইবোনদের পাশে আছি।”
তিনি আরো বলেন, যদি ভারত লাইন অব কন্ট্রোল লঙ্ঘন করে, পাকিস্তান জাতিসংঘ সনদের আওতায় পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে। “ভারতের সেই সাহস নেই” বলেও মন্তব্য করেন তিনি।
আনোয়ারুল হক বলেন, “পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ। ভারত বা কোনো দেশই আমাদের সীমান্ত লঙ্ঘনের সাহস পাবে না। আমরা সব সময় প্রস্তুত।”
প্রকাশিত: | By Symul Kabir Pranta