নতুন জরিপে ট্রাম্পের সমর্থন কমছে মার্কিন ভোটারদের মধ্যে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক জয়লাভের পর দ্বিতীয়বার ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ২০ জানুয়ারি শপথ নিয়ে অফিসে যোগদান করেন। এরপর থেকে তিনি একাধিক নির্বাহী আদেশ জারি করেন যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। তবে ট্রাম্পের শুল্কযুদ্ধ বিশ্ব বাণিজ্যে অস্থিরতা তৈরি করেছে এবং তার দেশেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তার জনপ্রিয়তা কমতে শুরু করেছে এবং ভোটারদের সমর্থনও হারাচ্ছেন তিনি। মার্কিনিরা ট্রাম্পের অর্থনৈতিক এবং অভিবাসন নীতির সমালোচনা করছেন। জরিপ ফলাফলে দেখা গেছে, জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে এসে ট্রাম্পের নীতি অনেক আমেরিকানের কাছে অজনপ্রিয় হয়ে উঠেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান ভোটারদের সমর্থন ধরে রাখতে শুল্ক আরোপ এবং অভিবাসন নিয়ন্ত্রণের মতো পদক্ষেপ গ্রহণ করেছেন ট্রাম্প। তবে এতে সার্বিক ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা কমছে। ইকোনমিস্টের জরিপে দেখা গেছে, ট্রাম্পের রেটিং এখন ৪১ শতাংশ, যা জানুয়ারিতে ছিল ৫০ শতাংশ।
পিউ রিসার্চ সেন্টারের আরেক জরিপে দেখা গেছে, ট্রাম্পের রেটিং এখন ৪০ শতাংশে নেমে এসেছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৪৭ শতাংশ। অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের রেটিং ছিল ৫৯ শতাংশ। অর্থাৎ, বেশিরভাগ আমেরিকানই ট্রাম্পের পদক্ষেপ নিয়ে সন্তুষ্ট নন।
গ্যালাপ জরিপে জানানো হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে ট্রাম্পের গড় সমর্থন ছিল ৪৫ শতাংশ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্যান্য নির্বাচিত প্রেসিডেন্টদের তুলনায় কম। আরও দেখা যাচ্ছে, ট্রাম্পের অর্থনৈতিক পদক্ষেপে মার্কিন জনগণের আস্থা কমে যাচ্ছে।
২০২৪ সালের নির্বাচনে ভোটাররা ৭৮ বছর বয়সী ট্রাম্পকে শক্তিশালী অর্থনীতিবিদ হিসেবে দেখলেও, তিনি বাণিজ্যিক অংশীদারদের ওপর শুল্ক আরোপ করে বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করেছেন। ইউগভ জরিপের ফলাফলে দেখা গেছে, ৫৪ শতাংশ আমেরিকান মনে করেন যুক্তরাষ্ট্রের অর্থনীতি খারাপের দিকে যাচ্ছে, জানুয়ারিতে এ সংখ্যা ছিল ৩৭ শতাংশ।
রয়টার্সের ইপসোস জরিপে দেখা গেছে, জীবনযাত্রার ব্যয় কমাতে ট্রাম্পের পদক্ষেপ সমর্থন হারাচ্ছে। মাত্র ৩১ শতাংশ আমেরিকান তার পদক্ষেপে সন্তুষ্ট। নভেম্বরের নির্বাচনে মুদ্রাস্ফীতি ছিল বড় বিষয়, তখন ট্রাম্প দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস
প্রকাশিত: | By Symul Kabir Pranta