বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৬৬২টি পদে বিশাল নিয়োগ শুরু
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড সম্প্রতি ১৩টি ভিন্ন পদে মোট ৬৬২ জন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্যতা পূরণ সাপেক্ষে দেশের যেকোনো নাগরিক আবেদন করতে পারবেন। আবেদন শুরু আজ বুধবার (২৩ এপ্রিল ২০২৫) সকাল ১০টা থেকে।
পদের তালিকা ও সংখ্যা:
1. পেন্ট্রিম্যান (ক্যাজুয়াল) — ১৬২ জন
2. ডিসওয়াসার (ক্যাজুয়াল) — ৮ জন
3. হাইজিন হেলপার (ক্যাজুয়াল) — ১৬ জন
4. কিচেন হেলপার (ক্যাজুয়াল) — ২৫ জন
5. বেকার হেলপার (ক্যাজুয়াল) — ১২ জন
6. মেইন্টেন্যান্স হেলপার (ক্যাজুয়াল) — ১০ জন
7. স্টোর হেলপার (শুধু পুরুষ) — ৫ জন
8. এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার (ক্যাজুয়াল) — ১৪০ জন
9. পাম্প অপারেটর (ক্যাজুয়াল) — ১ জন
10. ফায়ার হেলপার (ক্যাজুয়াল) — ৫ জন
11. স্টোর হেলপার (ক্যাজুয়াল) — ১৮ জন
12. সিকিউরিটি গার্ড (ক্যাজুয়াল) — ১০০ জন
13. এয়ারক্রাফট ক্লিনার (ক্যাজুয়াল) — ১৬০ জন
সকল পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর।
আবেদন যোগ্যতা:
প্রতিটি পদের জন্য নির্দিষ্ট যোগ্যতা, অভিজ্ঞতা ও শর্তাবলি বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ আছে। বয়স নির্ধারণ করা হবে এসএসসি সনদ অনুযায়ী। এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি:
১ থেকে ১৩ নম্বর পর্যন্ত প্রতিটি পদের জন্য আবেদন ফি ১১২ টাকা।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা bbal.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ:
২২ মে ২০২৫ (বিকেল ৫টা পর্যন্ত)।
প্রকাশিত: | By Symul Kabir Pranta