কুয়েটে ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, ৪ মে থেকে শুরু হবে শিক্ষা কার্যক্রম
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসে হামলার ঘটনায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে এবং ২ মে থেকে আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার শাহেদুজ্জামান শেখ এই তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় আলোচ্য বিষয় অনুযায়ী ১৮ ও ১৯ ফেব্রুয়ারির ঘটনার পরিপ্রেক্ষিতে ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৯৮তম সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়।’
তদন্ত প্রতিবেদনটি সিন্ডিকেট কর্তৃক গ্রহণ করা হয় এবং উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি, তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম ৪ মে থেকে শুরু হবে এবং সকল আবাসিক হল ২ মে থেকে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।’
এছাড়া, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিরোধের ফলে কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়, যাতে শতাধিক শিক্ষার্থী আহত হয়। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি থেকে একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।
বিডিপ্রতিদিন/কবিরুল
প্রকাশিত: | By Symul Kabir Pranta