জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেবে সরকার, আবেদন প্রক্রিয়া শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষে অধ্যয়নরত, অর্থনৈতিকভাবে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীরা উপবৃত্তি, টিউশন ফি ছাড় এবং অন্যান্য সহায়তা পাবে।
শিক্ষাসহায়তা ট্রাস্টের অধীনে ২০২৪-২৫ অর্থবছরে ২০২৫ সালে এই সহায়তা প্রদান করা হবে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, যা চলবে ১৫ মে পর্যন্ত। এ সংক্রান্ত নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত রবিবার প্রকাশিত এক চিঠিতে বলা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষে অধ্যয়নরত এবং আর্থিকভাবে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, টিউশন ফি ছাড়সহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে।
সরকারের শিক্ষাসহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta