২০০৯-২৪ পর্যন্ত শিক্ষক নিয়োগে দুর্নীতি তদন্তে কমিটি গঠন ঢাবিতে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত যেকোনো অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতির অভিযোগ খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই উদ্দেশ্যে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং সিন্ডিকেট সদস্য ড. তাজমেরী এস এ ইসলামকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, লোক প্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. আকা ফিরোজ আহমদ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের বর্তমান ডিন এবং রেজিস্ট্রারও এই কমিটিতে যুক্ত থাকবেন। কমিটি যদি মনে করে, তারা আরও তিনজন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।
এই কমিটি ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে কোনো অনিয়মের ঘটনা ঘটলে তা খতিয়ে দেখবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta