ছুটিতে নানাবাড়ি গিয়ে নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে নিখোঁজ হওয়া রাহিত নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃতদেহ ফায়ার সার্ভিসের ডুবুরি উদ্ধার করেছেন প্রায় আড়াই ঘণ্টা পর।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী এলাকায় পিচুরিয়াপাড়া নির্মাণাধীন সেতুর নিচে লৌহজং নদীতে এই ঘটনা ঘটে।
মৃত রাহিত টাঙ্গাইলের সৃষ্টি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল এবং তার পিতার নাম শরিফুল ইসলাম ওরফে সোনা মিয়া, তিনি কালিহাতী উপজেলার ধলাটেংগর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাহিত ঈদ উপলক্ষে তার নানার বাড়ি, জোকারচর, বেড়াতে আসে।
শুক্রবার দুপুরে প্রায় দুইটা নাগাদ রাহিত কয়েকজন বন্ধু নিয়ে লৌহজং নদীতে গোসল করতে যায়। এ সময় নদীর স্রোতের কারণে সে ডুবে যায়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার রবিউল ইসলাম জানান, দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে বিকেল সাড়ে ৫ টার দিকে মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
প্রকাশিত: | By Symul Kabir Pranta