চাঁদা না পেয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যা, ওসি বললেন চোর সন্দেহে গণপিটুনি
নরসিংদীর পলাশে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় দুর্বৃত্তদের হাতে দুই ভাই নিহত হয়েছেন। তাদের বাঁচাতে গেলে মা-বাবাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দুই ভাইকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন, আর ঢাকায় নেওয়ার পথে রাকিবের মৃত্যু হয়। সোমবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে পলাশ উপজেলার কর্তাতৈল এলাকায় এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে সদর ফাঁড়ির পুলিশ হাসপাতালে উপস্থিত হয়। তবে পলাশ থানার ওসি দাবি করেন, নিহত দুইজন চুরির অভিযোগে গণপিটুনির শিকার হন।
নিহতরা হলেন পলাশের কর্তাতৈল গ্রামের আশ্রাফ উদ্দিনের দুই সন্তান—সাকিব মিয়া (২০) ও রাকিব। আহত আশ্রাফ উদ্দিন ও তার স্ত্রী রাবেয়া খাতুন চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের স্বজনরা জানান, রাকিব ও তার বাবা দীর্ঘদিন ধরে বিদেশে লোক পাঠানোর কাজ করতেন। এলাকার কিছু দুর্বৃত্ত তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল, তবে তারা তা দিতে রাজি হননি। সোমবার (৩১ মার্চ) ঈদ উপলক্ষে সাকিব বন্ধুদের নিয়ে বেড়াতে গেলে দুর্বৃত্তরা অতর্কিতে হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে সাকিবকে কুপিয়ে ফেলে।
খবর পেয়ে রাকিব, তার মা-বাবা ও অন্য স্বজনরা ঘটনাস্থলে গেলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে সবাইকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সাকিবকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত রাকিব ও তার মা-বাবাকে ঢাকায় পাঠানো হলে পথেই রাকিব মারা যায়, বাকিরা হাসপাতালে ভর্তি আছেন।
নিহতের চাচি হাজেরা বেগম জানান, দীর্ঘদিন ধরে চাঁদার জন্য হুমকি দিচ্ছিল একদল দুর্বৃত্ত। তারা চাঁদা না দেওয়ায় সাকিব ও রাকিবকে হত্যা করা হয়েছে। তিনি এই ঘটনার বিচার দাবি করেন।
পলাশ থানার ওসি মনির হোসেন বলেন, স্থানীয়রা চোর সন্দেহে একদলকে গণপিটুনি দেয়। পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়, যেখানে একজনকে মৃত ঘোষণা করা হয়। বাকিদের ঢাকায় পাঠানো হয়, তবে সেখানে কারও মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta