স্বাধীনতা সংগ্রামের গৌরব লুকিয়ে রেখে বাংলাদেশ অগ্রসর হতে পারবে না: সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, স্বাধীনতা সংগ্রামের গৌরবকে উপেক্ষা করে বাংলাদেশ এগোতে পারবে না। গত ৫৪ বছরে এদেশের জনগণ বারবার প্রতারণার শিকার হয়েছে। স্বাধীনতা সংগ্রামের অসমাপ্ত জাতীয় দায়িত্ব পূরণ করতেই ২০২৪ সালের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। কারও অবিবেচক আচরণে এ অর্জন ব্যর্থ হতে দেওয়া যাবে না।
বুধবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবস। মুক্তিযুদ্ধের গৌরবকে পাশ কাটিয়ে আমরা অগ্রসর হতে পারব না। স্বাধীনতা সংগ্রামের জনগণের আকাঙ্ক্ষা বারবার উপেক্ষিত হয়েছে। মুক্তিযুদ্ধের মূল চেতনা—সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারকে ভূলুণ্ঠিত করে দেশকে বিপরীত পথে ঠেলে দেওয়া হয়েছে। পাকিস্তানি শাসনামলের মতো এখানে দুই অর্থনীতি ও দুই ধরনের সমাজ প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের অসমাপ্ত দায়িত্ব সম্পন্ন করতেই ২০২৪ সালের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। এই গণঅভ্যুত্থানের প্রধান লক্ষ্য হলো বাংলাদেশকে পুরনো স্বৈরাচারী শাসনে ফিরতে না দেওয়া। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন শক্তির মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকলেও, নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের বিষয়ে ন্যূনতম জাতীয় ঐক্য ধরে রাখা জরুরি। কোনো ব্যক্তির হঠকারিতা ও অতি উৎসাহের কারণে গণঅভ্যুত্থানের সাফল্য ব্যর্থ হতে পারে না।
এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে নেতাকর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রেজাউল আলম, অরবিন্দু বেপারী বিন্দু, পার্টির ঢাকা মহানগর কমিটি ও ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির নেতৃবৃন্দও পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta