ঈদের পর ঢাকায় মহাসমাবেশের আহ্বান, কারণ উন্মোচন হলো
হেফাজতে ইসলাম আগামী ৩ মে রাজধানীতে একটি মহাসমাবেশের আয়োজন করেছে। শুক্রবার (২৮ মার্চ) কেন্দ্রীয় খাস কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিন বিকেলে জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা আহমাদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থসম্পাদক মাওলানা মুফতি মনির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারী প্রমুখ।
সভায় আলোচনা শেষে ৫ মে ২০১৩ সালে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন, ২০২১ সালের মোদী বিরোধী আন্দোলন এবং ২৪ সালের ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের সময়কালে দায়ের হওয়া সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ৩ মে শনিবার ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া আগামী জুন মাসে সব জেলা ও মহানগর প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় কনভেনশন করার পরিকল্পনাও গ্রহণ করা হয়।
সভায় আরও একটি প্রস্তাব গৃহীত হয়, যেখানে বলা হয়েছে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবিও করা হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta