দেশটি কোনো একটি ধর্মের অনুসারীদের নয়: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, এই দেশ কোনও নির্দিষ্ট ধর্মের অনুসারীদের নয়, এটি সকল নাগরিকের দেশ। শুক্রবার (২৮ মার্চ) পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রানীগঞ্জ পটেশ্বরী কালিমন্দীরের দখল হওয়া জমি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, এই দেশ কোনও এক ধর্মের নয়, এই দেশের নাগরিকদের সকলের জন্য এটি। আমরা সবাই মিলেমিশে একসাথে বসবাস করি।
তিনি আরও বলেন, পাঁচ আগস্টের পর অনেকেই বিভিন্ন স্থান থেকে চলে গেছে এবং নানা স্থাপনায় হামলা হয়েছে। এর ফলে আমাদের হৃদয়ে ক্ষত সৃষ্টি হয়, কারণ যারা এসব ঘটিয়েছে তারা সুযোগসন্ধানী দখলদার। এই ধরনের কার্যক্রম আওয়ামী লীগের সময়েও হয়েছিল, এখনো কিছু মানুষ তা করছে, ভবিষ্যতেও করবে। তারা আসলে কোনও রাজনৈতিক দলের অংশ নয়, তারা শুধুই ধান্দাবাজ। তাদের স্থান কোথাও হবে না।
এদিকে, বৃহস্পতিবার আটোয়ারী উপজেলা অফিস চত্বরে এক বিএনপি নেতার সঙ্গে বাগবিতণ্ডা নিয়ে সারজিস আলম মন্তব্য করেছেন। তিনি বলেন, কেন্দ্রে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে। তবে স্থানীয় পর্যায়ে অনেকসময় একটি দল অন্য দলকে প্রতিপক্ষ মনে করে, যা ঠিক নয়। সময়ের সাথে অনেকেই নিজেদের প্রতিপক্ষ মনে করে এবং এমনভাবে আচরণ করতে শুরু করে যে, তাদের বিরোধিতা করতে পারলে মনে করে তারা বড় হয়ে গেছে।
সারজিস আলম আরও বলেন, আমার মতে, স্থানীয় পর্যায়ে এখনো ছোট মনোভাব বিদ্যমান। যদিও কেন্দ্রে নির্দেশনা দেওয়া হয়েছে, তারপরও তা অনুসরণ করা হচ্ছে না। ফলে, গতকাল একজন এমন কিছু বলেছিলেন যেটা না বুঝে বলা হয়েছিল, এবং সেটা বিব্রতকর ছিল।
এ সময় পঞ্চগড় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যাণ কুমার ঘোষ, আটোয়ারী উপজেলা সভাপতি কমলেশ চন্দ্র এবং আটোয়ারী উপজেলার সনাতন ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta