বিচার না হলে শেখ হাসিনা আবার সুযোগ নিতে চেষ্টা করবে।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি মন্তব্য করেছেন, যদি বিচার না হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও সুযোগ নেয়ার চেষ্টা করবেন।
শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর জেলা মহিলা দলের ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
এ্যানি বলেন, ভোট ছাড়া ক্ষমতায় থেকে শেখ হাসিনা গত ১৭ বছর ধরে দুর্নীতি ও অশান্তির পরিবেশ সৃষ্টি করেছেন। এখন তার বিচার হওয়া প্রয়োজন। যদি বিচার না হয়, তিনি আবারও ক্ষমতা দখল করতে চেষ্টা করবেন এবং যদি একবার সুযোগ পান, তখন আগের চেয়ে আরো বেশি অত্যাচার চালাবেন। তাই আমাদের সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, আপনারা দেখেছেন কীভাবে বেগম খালেদা জিয়াকে অত্যাচার ও নির্যাতন করা হয়েছে। মিথ্যা মামলায় তাকে বছরের পর বছর জেলে রাখা হয়েছে। আজ তিনি অসুস্থ হলেও তার মনোবল ও সাহস অব্যাহত আছে। তিনি আমাদেরকে শক্তি জোগাচ্ছেন, যে ‘তোমরা হাসিনার বিচার চাওয়ার জন্য যদি আন্দোলন না করো, এবং নির্বাচন প্রক্রিয়া ও সংস্কারের কথা না বলো, তবে এই দেশে গণতন্ত্র শক্তিশালী হবে না।’
তিনি আরো বলেন, আমাদের আশা দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, যাতে জনগণ শান্তিতে থাকবে। এখনো সেই শান্তি জনগণের মনে আসেনি।
এ্যানি বলেন, তারেক রহমান একটি বিশেষ ফ্যামিলি কার্ড চালু করার প্রস্তাব দিয়েছেন। এই কার্ড পরিবারের গৃহকত্রীর নামে আসবে এবং এটি স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য সুযোগ সুবিধা দেয়। এই সুবিধাগুলি পেতে হলে, বিএনপিকে নির্বাচনে ক্ষমতায় আনতে হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta