একাত্তর ও চব্বিশ ভিন্ন কিছু নয়: নাহিদ ইসলাম
একাত্তর ও চব্বিশ একে অপরের থেকে আলাদা নয়, বরং চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা নতুন করে জাগ্রত হয়েছে। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতা দিবসে আমরা মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে দেশের মানুষ জীবন ও রক্ত বিসর্জন দিয়েছে স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকারের জন্য।
তিনি আরও বলেন, উপনিবেশবিরোধী আন্দোলন থেকে আমাদের স্বাধীনতা সংগ্রামের পথ তৈরি হয়েছে, যার ধারাবাহিকতায় এসেছে ২০২৪ সালের গণঅভ্যুত্থান। আমরা মনে করি, অর্জিত স্বাধীনতা বারবার বিপন্ন হয়েছে, জনগণকে বারবার রক্ত দিতে হয়েছে। ভবিষ্যতে যেন আর এমন পরিস্থিতির সৃষ্টি না হয়, সেটাই আজকের দিনের প্রত্যাশা।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাহিদ বলেন, একাত্তর ও চব্বিশ ভিন্ন কিছু নয়, বরং চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একাত্তরের চেতনা পুনর্জাগ্রত হয়েছে। একাত্তরে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, তা ৫৪ বছরেও পূরণ হয়নি। ১৫ বছরের স্বৈরাচারী শাসনের কারণে আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজন হয়েছিল।
এনসিপি আহ্বায়ক বলেন, একাত্তরে সাম্যের যে প্রত্যাশা করা হয়েছিল, চব্বিশেও আমরা বৈষম্যহীন সমাজের দাবি তুলেছি। যারা এটিকে পরস্পরবিরোধী হিসেবে উপস্থাপন করছে, তাদের উদ্দেশ্য সৎ নয়। তারা চব্বিশের গণঅভ্যুত্থান ও ছাত্র-জনতার বিজয়ের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারেনি। নতুন প্রজন্ম যে পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে, তা তারা বোঝার সক্ষমতা রাখে না।
প্রকাশিত: | By Symul Kabir Pranta