সুযোগ বহুদলীয় গণতন্ত্রের পথচলা নিশ্চিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদের অবসান পরবর্তী সময়ে এখনই সুযোগ এসেছে বাংলাদেশে সব দেশপ্রেমিক রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বহুদলীয় গণতন্ত্রের যাত্রা নিশ্চিত করার। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে তিনি এই কথা বলেন। তারেক রহমান সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। হাজার বছরের সংগ্রামপর্বের পর, বাংলাদেশের স্বাধীনতা আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন। আজকের এই দিনে আমি দেশবাসী, প্রবাসী বাংলাদেশিসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি বলেন, এই মহান দিবসে সবচেয়ে প্রথম যে বিষয়টি মনে আসে, তা হলো দেশপ্রেমিক অগণিত শহীদের আত্মত্যাগ। আমি এই মহান দিনে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, যাদের আত্মদানেই দেশমাতৃকা মুক্তি পেয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমসহ সকল জাতীয় নেতার স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
তিনি আরও বলেন, যাদের জীবনমরণ সংগ্রামে ৯ মাসে আমরা বিজয় অর্জন করেছি, সেসব অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি কখনো ভুলবে না। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেসব মা-বোনদের, যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতায় একাত্তরের মুক্তিযুদ্ধে রক্তস্নাত পথ ধরে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে উজ্জ্বল হয়ে ওঠে। এ দিনেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার ঐতিহাসিক ঘোষণায় দিশাহারা জাতি পেয়েছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অনুপ্রেরণা। একটি শোষণ ও বঞ্চনাহীন, মানবিক সাম্যভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। দুর্ভাগ্যক্রমে গণতন্ত্রবিনাশী শক্তির চক্রান্ত থামেনি।
ফ্যাসিবাদী, স্বৈরাচারী ও অবৈধ শক্তির কারণে আমাদের সেই স্বপ্ন পূরণ করা সম্ভব হয়নি। দেশি-বিদেশি চক্রান্তের ফলে গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়েছে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বও বিপন্ন হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চক্রান্তের মাধ্যমে হত্যার পর, বেগম খালেদা জিয়ার সফল নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ শুরু হলেও গণতন্ত্রের শত্রুদের কারণে একটি স্থায়ী ও শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলা সম্ভব হয়নি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta