গণ অভ্যুত্থানই পরিবর্তনের কারণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা ৯০ সালের গণ অভ্যুত্থান দেখেছি, অনেক সংস্কারের প্রতিশ্রুতি থাকলেও নির্বাচিত সরকার তা পূরণ করেনি। এবার আমরা চাই না যে জনগণের সঙ্গে প্রতারণা হোক। তাই, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রবর্তনের আহ্বান জানিয়েছি।’ গতকাল সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয় সৌধ চত্বরে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবে শহীদ পরিবার, আহত, বিভিন্ন রাজনীতিবিদ, নাগরিক সমাজ ও পেশাজীবীদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে যুক্ত হয়ে নাহিদ ইসলাম বলেন, ‘গত ১৫ বছরে যে অন্যায়, নিপীড়ন ও নির্যাতন চালানো হয়েছে, জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড হয়েছে, যদি আমরা কোনো বিচার ছাড়াই নির্বাচনের দিকে এগিয়ে যাই, তাহলে নির্বাচন-পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া চালানোর নিশ্চয়তা নেই।
তাহলে আমরা চাইব, দ্রুত বিচার কার্যক্রম শেষ করে তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হোক। এখন আমরা দেখতে পাচ্ছি যে সংস্কারের আলোচনা এড়িয়ে চলা হচ্ছে। সংস্কারের বিষয়ে অনীহা প্রকাশ করা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সবাইকে সংস্কারের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta