এবার আরামদায়ক ঈদযাত্রা
ঈদযাত্রায় বাড়ি ফেরার জন্য সড়ক, রেলপথ ও নৌপথে মানুষের উপস্থিতি বেড়েছে। ঢাকা থেকে নির্বিঘ্নে নগরবাসী বাড়ি ফিরছেন। সড়কপথে যাত্রীরা সহজেই গন্তব্যে পৌঁছাচ্ছেন। কোথাও যানজট নেই, আর কোনো ভোগান্তি ছাড়াই মানুষ বাড়ি ফিরছেন। রেলপথে যাত্রীদের জন্য কোনো সমস্যা নেই, এবং কমলাপুর থেকে আন্তনগর ট্রেন নির্ধারিত সময়ে ছাড়ছে। সদরঘাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীদের ভিড় বেড়েছে, তবে বাড়তি চাপ নেই।
রেলপথ: আগে যাত্রীদের ট্রেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। কিন্তু এখন ট্রেনের জন্য অপেক্ষা করতে হচ্ছে না, ট্রেন নির্দিষ্ট সময়ে স্টেশনে পৌঁছাচ্ছে। গতকাল কমলাপুর রেলওয়ে স্টেশনে এমন দৃশ্য দেখা গেছে, যেখানে যাত্রীরা শিডিউল অনুযায়ী ট্রেনের আসার সময় উপভোগ করেছেন।
সড়কপথ: সড়কপথে এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ফরিদপুর সড়কগুলোতে যানজট নেই। টাঙ্গাইলের পুলিশ সুপার জানান, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত কোনো যানজট না থাকলেও এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কাজ চলছে। হাইওয়ে পুলিশ ২৪ ঘণ্টা কাজ করছে এবং ৭০০ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। নারায়ণগঞ্জের প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীদের ভিড় থাকলেও কোনো সমস্যা নেই।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় এবারের ঈদযাত্রা সহজ ও আরামদায়ক। যানজট নেই, এবং রাজধানী থেকে বাড়ি ফিরতে মোটরসাইকেলযোগে অসংখ্য মানুষ যাতায়াত করছে। ভাঙ্গায় কোনো জট নেই, তবে গাড়ির চাপ বেশি। ট্রাকেও মানুষের যাতায়াত দেখা গেছে।
নৌপথ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীদের ভিড় বাড়লেও অতিরিক্ত চাপ নেই। নৌপথে ১৭টি ফেরি এবং ২০টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। এর ফলে ঈদযাত্রায় নৌপথে ভোগান্তি ছাড়াই মানুষ বাড়ি ফিরছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta