হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিলে পুঁজিবাজারে আসা বাধ্যতামূলক
যদি ব্যাংক থেকে ১ হাজার কোটি টাকা বা তার বেশি ঋণ নেওয়া হয়, তবে ওই কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে। একইসঙ্গে, তালিকাভুক্তির জন্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদনে স্টক এক্সচেঞ্জের ক্ষমতা থাকবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গঠিত পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স এই সুপারিশ করেছে। গতকাল এই সুপারিশ বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে জমা দেওয়া হয়েছে। জমা দেওয়া খসড়া সুপারিশে বলা হয়েছে, ব্যাংক থেকে ১ হাজার কোটি টাকা বা তার বেশি ঋণ নিতে চাইলে কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে নির্দেশনা দেবে। পুঁজিবাজারে নতুন কোনো কোম্পানি আইপিওর জন্য আবেদন করলে স্টক এক্সচেঞ্জ প্রাথমিক যাচাইবাছাই করবে। অনুমোদন পাওয়ার পর কোম্পানিগুলো আইপিওর মাধ্যমে শেয়ার বিক্রি করতে পারবে। যদি স্টক এক্সচেঞ্জ কোনো কোম্পানির আইপিও বাতিল করে, তবে বিএসইসি ওই কোম্পানির আইপিও অনুমোদন দিতে পারবে না। টাস্কফোর্সের সুপারিশে বলা হয়েছে, শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে কোন কোম্পানি বাজারে আসবে এবং কোন কোম্পানি অনুমোদন পাবে না, এই সিদ্ধান্তের প্রাথমিক কাজ করবে স্টক এক্সচেঞ্জগুলো। স্টক এক্সচেঞ্জ যদি কোনো কোম্পানির আইপিও বাতিল করে, তবে বিএসইসি সেই কোম্পানির আইপিও অনুমোদন দিতে পারবে না। আইপিও সংক্রান্ত আইন সংশোধন করে এই বিধানটি যুক্ত করতে হবে। সুপারিশে আরও বলা হয়েছে, স্থির মূল্য পদ্ধতিতে ৩০ কোটি টাকার কম মূলধনের কোনো কোম্পানিকে মূল বাজারে তালিকাভুক্ত করা যাবে না, এবং বুক বিল্ডিং পদ্ধতিতে ৫০ কোটি টাকার কম মূলধনের কোনো কোম্পানিকে মূল বাজারে তালিকাভুক্ত করা যাবে না।
প্রকাশিত: | By Symul Kabir Pranta