মার্কিন পররাষ্ট্র দপ্তরে আবারও বাংলাদেশ ইস্যু
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক ব্রিফিংয়ে পুনরায় বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে। এক সাংবাদিক বাংলাদেশের ইসলামপন্থি চরমপন্থি হামলা এবং সাংবাদিকদের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন করেন। তবে এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি শুধু জানিয়ে দেন, ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সব ধরনের কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার স্থানীয় সময় নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। সাংবাদিক আরও দাবি করেন, বাংলাদেশে আসন্ন ইসলামপন্থি চরমপন্থি হামলা নিয়ে বাংলাদেশের সেনাপ্রধান সতর্ক করেছেন। সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির আলোকে বাংলাদেশকে আফগানিস্তান হওয়ার হাত থেকে রক্ষায় যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে?
এছাড়া, ড. মুহাম্মদ ইউনূসের সরকারের অধীনে সাংবাদিকদের বেআইনি কারাদণ্ড বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কী, এবং বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় মার্কিন সরকার কীভাবে কাজ করছে, এমন প্রশ্নেরও উত্তর দেন তিনি। ট্যামি ব্রুস বলেন, ‘ঠিক আছে, আমরা যে প্রশ্নগুলোর মুখোমুখি হই, তা নিয়ে আমাদের প্রত্যাশা থাকে যে, অন্যান্য দেশগুলোকে আমরা কীভাবে পরিচালনা করি, এবং তাদের বন্ধু হিসেবে তাদের কাছ থেকে আমাদের কী আশা করা উচিত, তাও বিবেচনায় নেওয়া হয়। কূটনৈতিক পরিস্থিতি হলো সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়, যখন আমরা তাদের আমাদের বন্ধু হিসেবে দেখি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta