হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য সুখবর
মেটার অধীনস্থ বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এটি পৃথিবীজুড়ে কোটি কোটি মানুষের মাঝে ব্যবহৃত হয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা ছবি, ভিডিও শেয়ার করা ছাড়াও পোল পরিচালনা করতে পারে।
ব্যক্তিগত কাজের পাশাপাশি এই অ্যাপটি ব্যবসা এবং অফিসিয়াল কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ নতুন ফিচার দিয়ে আসছে যা ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করে। এই পরিবর্তনগুলি অ্যাপটির জনপ্রিয়তা বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
এবার হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নতুন ফিচার ‘মেসেজ থ্রেডস’, যা চ্যাটিং অভিজ্ঞতাকে আরও সহজ করবে। এই আপডেটের মাধ্যমে নির্দিষ্ট বার্তার প্রতিক্রিয়া সহজেই ট্র্যাক করা সম্ভব হবে, যা দীর্ঘ কথোপকথন এবং গ্রুপ চ্যাট ব্যবস্থাপনায় সহায়ক হবে।
মেসেজ থ্রেডস ফিচার কী?
এই ফিচারের মাধ্যমে একটি নির্দিষ্ট মেসেজের প্রতিক্রিয়াগুলো আলাদা থ্রেডে সংরক্ষিত থাকবে, যা ব্যবহারকারীদের জন্য আগের উত্তরগুলো খুঁজে পাওয়া সহজ করবে এবং বারবার স্ক্রল করার প্রয়োজন হবে না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ওয়েবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ২.২৫.৭.৭ ভার্সনে এই ফিচারটি অন্তর্ভুক্ত হয়েছে। এটি মূলত একটি সুশৃঙ্খল কথোপকথনের ব্যবস্থা তৈরি করবে, যেখানে প্রতিটি মেসেজের রিপ্লাই আলাদাভাবে দেখা যাবে।
এই ফিচার কীভাবে কাজ করবে?
বর্তমানে মেসেজের রিপ্লাই দেখতে হলে একে একে ক্লিক করতে হয় বা প্রথম উদ্ধৃত মেসেজটি খুঁজে বের করতে হয়। তবে নতুন আপডেটে সব রিপ্লাই একটি থ্রেডে সাজানো থাকবে, ফলে সহজেই পুরনো মেসেজ এবং তার প্রতিক্রিয়া দেখা যাবে।
মেসেজ থ্রেডসের সুবিধাগুলো-
# দীর্ঘ কথোপকথনকে সহজে ট্র্যাক করা যাবে।
# পুরনো রিপ্লাই খুঁজতে স্ক্রল করার প্রয়োজনীয়তা কমবে।
# গ্রুপ চ্যাট এবং অফিসিয়াল যোগাযোগ আরও কার্যকর হবে।
# চ্যাটের গোপনীয়তা এবং সুশৃঙ্খল বিন্যাস বজায় থাকবে।
এই ফিচার কবে থেকে পাওয়া যাবে?
বর্তমানে মেসেজ থ্রেডস ফিচারটি পরীক্ষামূলক (বেটা ভার্সন) পর্যায়ে চালু হয়েছে এবং কিছু ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারছেন। তবে খুব শীঘ্রই এটি সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে, যাতে সবাই এই নতুন সুবিধাটি উপভোগ করতে পারে।
সালাউদ্দিন/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta