এবার সিদ্দিকী নাজমুল আওয়ামী লীগের ‘চার খলিফা’কে হুঁশিয়ারি দিলেন
নিষিদ্ধ ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেছেন, শেখ হাসিনা দলের খোঁজখবর রাখার জন্য চারজনকে দায়িত্ব দিয়েছিলেন, পরবর্তীতে তারা দলের চার খলিফা হয়ে উঠেছে। তারা নিজেদের জাতীয় চার নেতার (সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ এইচ এম কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী) সঙ্গে তুলনা শুরু করেছে।
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্টে এসব মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, আওয়ামী লীগের পালাতক নেতাদের পরিবার, তাদের ছেলে-মেয়ে, কোথায় কতদিন থাকে এবং কিভাবে রাজকীয় জীবনযাপন করে, তা প্রকাশের হুমকিও দেন।
পোস্টে নাজমুল বলেন, ‘চারজনকে নেত্রী দায়িত্ব দিয়েছিলেন দলের খোঁজখবর রাখার জন্য, পরে তারা হয়ে গেলো চার খলিফা। তারা নিজেদের জাতীয় চার নেতার সঙ্গে তুলনা করতে শুরু করলো এবং বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়লো।’
তিনি বলেন, ‘তাদের দায়িত্ব ছিল দলের সঠিক পরিচালনা, কিন্তু তারা নিজেদের নির্বাচনী আসনেও ভালোভাবে ফলাফল আনতে পারেনি। সেসময় ছাত্রলীগের সাবেক নেতারা রাস্তায় জীবন বাজি রেখে দলকে রক্ষা করছিল, অন্যথায় তাদের আর কিছুই থাকতো না।’
নাজমুল আরো বলেন, ‘সাবেক নেতারা নেত্রীর কাছে যাওয়ার কথা বলে পালিয়ে গেল, অথচ তারা একবারের জন্যও খবর নেয়নি, জানায়নি যে তারা চলে যাচ্ছে। এরপর তো সব কিছু শেষ হয়ে গেল।’
তিনি বলেন, ‘এটা ছিলো তাদের অবস্থা, যদি মুখ খোলেন, তাহলে সবাই লজ্জিত হবে, তাই এত বেশি ভাব দেখাবেন না। কার বউ, সন্তান কোথায়, কতদিন ধরে কীভাবে রাজকীয় জীবনযাপন করে, এসব কিছুই অজানা নয়, শুধু কর্মীরা জানে না।’
রার/সা.এ
প্রকাশিত: | By Symul Kabir Pranta