হামাসের সঙ্গে সম্পর্কের অভিযোগে ভারতীয় গবেষক গ্রেপ্তার
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে সম্পর্কিত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ এক ভারতীয় গবেষককে আটক করেছে। ওই ব্যক্তির নাম বদর খান সুরি, যিনি যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন। খবরটি প্রকাশিত হয় আল-জাজিরা-তে।
সম্প্রতি, একই অভিযোগে আরও এক ভারতীয় নাগরিকের ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পলিটিকোর প্রতিবেদনে জানা গেছে, সুরির বিরুদ্ধে হামাসের সাথে সম্পর্ক থাকার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের সরকার।
যুক্তরাষ্ট্রসহ কিছু পশ্চিমা দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। একই ধরনের অভিযোগে ট্রাম্প প্রশাসন সম্প্রতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রজনি শ্রীনিবাসনের স্টুডেন্ট ভিসা বাতিল করে।
পরবর্তীতে, ১১ মার্চ যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃপক্ষের গ্রেফতার আতঙ্কে শ্রীনিবাস নিজের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন, টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়।
বিডি-প্রতিদিন/শআ
প্রকাশিত: | By Symul Kabir Pranta