গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৫ নিহত, তিন দিনে ৬০০ ফিলিস্তিনির মৃত্যু
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার ফলে প্রাণহানির সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে কমপক্ষে ৮৫ জন ফিলিস্তিনি মারা গেছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক। গত তিন দিনে প্রায় ৬০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) এবং কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা পৃথক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৮৫ জন প্রাণ হারিয়েছেন এবং ১৩৩ জন আহত হয়েছেন।
এদিকে, গত তিন দিনে গাজায় নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে। আলজাজিরা জানায়, মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলি হামলায় ৫৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকরা।
বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৪৯,৬১৭ জনে পৌঁছেছে।
বিডি প্রতিদিন/নাজিম
প্রকাশিত: | By Symul Kabir Pranta