চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় ২ আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। সোমবার (১৭ মার্চ) সকালে চট্টগ্রামের ৪র্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে এ নির্দেশ প্রদান করেন। আসামিরা হলেন- চন্দন দাশ ও রাজিব ভট্টাচার্য।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমান আদালতে আবেদন করেন, যাতে আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদ করা যায়। শুনানি শেষে আদালত এক দিনের জন্য জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। শুনানির সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, আসামিদের জবানবন্দি থেকে প্রকাশিত নাম-ঠিকানা নিশ্চিত করার জন্য চন্দন দাশ ও রাজিব ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে সোমবার আসামিদের উপস্থিতিতে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে চট্টগ্রামে যাওয়ার পথে পুলিশ বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাশ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। পরদিন তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে হাজির করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। এই ঘটনার প্রতিবাদে ইসকন অনুসারীরা বিক্ষোভ করে, যার পরিণতিতে পুলিশের সাথে সংঘর্ষ এবং আদালত এলাকায় হামলা হয়।
একই দিনে বিকেলে রঙ্গম কনভেনশন হলের গলিতে ইসকন অনুসারীদের হাতে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম। এই ঘটনার পর ২৯ নভেম্বর রাতে সাইফুলের বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta