বগুড়ায় যৌথবাহিনীর অভিযান, ধারালো অস্ত্রসহ যুবক আটক
বগুড়ার শেরপুরে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে ধারালো অস্ত্র, বার্মিজ চাকু সহ বাচ্চু মিয়া (৪৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) রাত সাড়ে ১২ টার দিকে শেরপুর উপজেলার দাড়কিপাড়ারোড টাউন কলোনি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত বাচ্চু মিয়া শেরপুর উপজেলার কোর্টপাড়া গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বুধবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
তিনি আরো জানান, বাচ্চু মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta