ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
ভাঙ্গুড়া উপজেলার ৫টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন এবং সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোকের সই করা কমিটির তালিকা প্রকাশ করা হয়।
তবে অষ্টমনিষা ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিবের নাম প্রকাশ করা হয়নি। ওই ইউনিয়নে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন ও সদস্য সচিব জাফর ইকবাল হিরোক।
এছাড়া খানমরিচ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে মো. শহিদুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সরদার আতাউর রহমান খোকন।
দিলপাশার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে মো. লিয়াকত আলী লিটন হোসেন, সদস্য সচিব মো. সজিব হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. নান্নু খন্দকার মনোনীত হয়েছেন।
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হলেন মো. শামসুল আলম, সদস্য সচিব মো. জাবেদ হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইউছুব হোসেন।
পাড়ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবুল হোসেন, সদস্য সচিব মো. শরিফুল ইসলাম এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম।
তালিকায় আরও নির্দেশনা দেওয়া হয়েছে যে, আগামী ২১ দিনের মধ্যে প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন সম্মেলন আয়োজন করতে হবে।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta