রাজধানীতে ছুরিকাঘাতে নিহত যুবক
রাজধানীতে ছুরিকাঘাতে ২৪ বছর বয়সী রনি নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শাহআলী থানার রাসেল পার্কের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা রনিকে কুপিয়ে আহত করে। পরে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রাসেল পার্কের কাছে রনি নামক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে তার সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কেউ বলছে তিনি বেকার, আবার কেউ বলছে রিকশা চালাতেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় বিরোধের কারণে ৮ থেকে ১০ জনের একটি দল রনিকে রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা করেছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি বলেন, নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
প্রকাশিত: | By Symul Kabir Pranta