সাধন চন্দ্র মজুমদারের জামিন খারিজ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জামিন আবেদন প্রত্যাখ্যান করেছেন আদালত।
রবিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব শুনানি শেষে এই সিদ্ধান্ত দেন।
এই দিন, কারাগারে আটক থাকা সাধন চন্দ্র মজুমদারকে আদালতে উপস্থিত করা হয়। এরপর তার জামিনের জন্য আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।
দুদক জামিনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন এবং তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
গত বছরের ৩ অক্টোবর রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা বিভাগ সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে। তাকে রিমান্ডে নেওয়া হয় এবং বর্তমানে তিনি কারাগারে আছেন। এরপর ১৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার অভিযোগে তার বিরুদ্ধে ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৬৮ টাকা সম্পত্তি অসঙ্গতভাবে অর্জন করার অভিযোগে মামলা দায়ের করা হয়। ২৯ জানুয়ারি আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
প্রকাশিত: | By Symul Kabir Pranta