ভূরুঙ্গামারীর সকল সড়কে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সকল সড়কে অবৈধ ট্রাক্টর, ট্রলি ও তিন চাকার ভটভটির অবাধ চলাচল অব্যাহত রয়েছে। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত এই যানবাহনগুলো বেপরোয়া গতিতে চলাচল করে যাচ্ছে।
এই যানবাহনগুলোর চালকদের কোনো প্রশিক্ষণ নেই, এবং অনেক ক্ষেত্রেই এগুলোর লুকিং গ্লাসও নেই। এর ফলে, পথচারীদের জন্য সড়কে চলাচল করা হয়ে পড়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আরো গুরুতর সমস্যা হচ্ছে, অবৈধ ট্রাক্টর ও ভটভটির শব্দ এবং খোলামেলা বালু পরিবহনজনিত দূষণ, যা শিশু ও বৃদ্ধদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। স্থানীয়রা দাবি করছেন, এসব যান চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
এলাকায় সরেজমিন পরিদর্শনে দেখা যায়, গ্রামীণ সড়ক থেকে শুরু করে আঞ্চলিক মহাসড়কেও ট্রাক্টর দিয়ে বালু ও ইটভাটার মাটি বহন করা হচ্ছে। এসব মাটি ইটভাটা ও খাল-পুকুর ভরাটের কাজে ব্যবহৃত হচ্ছে।
এই অবৈধ যানবাহনগুলোর কারণে, সড়কে চলাচলকারী ছোট যানবাহন, পথচারী এবং শিক্ষার্থীরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। বালু পরিবহনকারি ট্রাক্টরের কারণে ধুলোবালি বাতাসে ভাসছে, যার ফলে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হচ্ছে। এছাড়া, রাতের বেলা ট্রাক্টরের শব্দের কারণে শিক্ষার্থীরা পড়াশোনা বা ঘুমাতে পারছেন না।
স্থানীয়রা অভিযোগ করছেন, ইটভাটা মালিক ও ব্যবসায়ীরা অবৈধভাবে ট্রাক্টরের মাধ্যমে বালু ও মাটি পরিবহন করছেন, যার ফলে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হচ্ছে। তবে, এই সমস্যার সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না স্থানীয় প্রশাসন।
দেওয়ানের খামার গ্রামের মফিজুর ইসলাম, আফছার উদ্দিন এবং নিজামুল হক জানান, অনেক ব্যক্তি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফসলি জমির মাটি বিক্রি করছেন, যার ফলে অবাধে পুকুর খনন ও কৃষিজমি ভরাট হচ্ছে। এর ফলে পানি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে এবং পাশের জমিগুলো কৃষির জন্য অনুপযোগী হয়ে পড়েছে।
তারা আরও জানান, ট্রাক্টর ও ট্রলির মাধ্যমে অবৈধভাবে মাটি পরিবহনের কারণে, রাস্তাঘাটের ক্ষতি হওয়ায় তাদের দীর্ঘ সময় ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করার জন্য প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করছেন তারা।
সোনাহাট ডিগ্রি কলেজের জেষ্ঠ প্রভাষক মোখলেছুর রহমান জানান, ট্রাক্টর থেকে উড়ে আসা বালুর কণা তার চোখে গিয়ে ঢুকে, যার ফলে তাকে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেছেন, অবৈধ যানবাহন বন্ধে দ্রুত অভিযান চালানো হবে।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta