ইয়েমেনে মার্কিন বিমান হামলা, ২৩ জন নিহত
ইসরায়েলের নৌযানগুলোতে হামলার হুমকির পর যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথিদের লক্ষ্য করে বিমান আক্রমণ চালিয়েছে। এতে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
রোববার (১৬ মার্চ) এক রিপোর্টে এই তথ্য প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
হুথি সংক্রান্ত আল মাসিরাহ টিভি জানায়, যুক্তরাষ্ট্রের আক্রমণে সাদা শহরে নিহতের সংখ্যা ছয় থেকে বেড়ে ১০ জনে পৌঁছেছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই আক্রমণে আহত হয়েছেন ১৩ জনেরও বেশি। নিহতদের মধ্যে চারটি শিশু এবং এক নারী রয়েছেন।
এদিকে, ইয়েমেনের রাজধানী সানায়াতেও ১৩ জন নিহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্কিন হামলায় মোট ২৩ জন প্রাণ হারিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, লোহিত সাগরের জাহাজে হামলার জন্য “নরক বৃষ্টি নামবে।”
অন্যদিকে, হুথি মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে লোহিত সাগরে শিপিং কার্যক্রমের হুমকি বাড়াচ্ছে, যাতে তারা জনমতকে প্রভাবিত করতে পারে।
হুথি রাজনৈতিক ব্যুরো এক বিবৃতিতে জানায়, “আমেরিকার এই কাপুরুষোচিত আক্রমণ আমাদের ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন নষ্ট করবে না।”
তারা আরও বলেছে, “এই হামলার প্রতিক্রিয়া দেওয়া হবে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের সংঘর্ষের জন্য প্রস্তুত।”
এদিকে, বেইত লাহিয়াতে ইসরায়েল হামলা চালিয়ে সাংবাদিক এবং ত্রাণকর্মীসহ অন্তত ৯ জনকে হত্যা করেছে, যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি বজায় রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত ৪৮,৫৪৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ১,১১,৯৮১ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য মতে, ধ্বংসস্তূপে আটকে পড়া লোকজনের মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে।
বিআরইউ
প্রকাশিত: | By Symul Kabir Pranta