সার্বিয়ায় আন্দোলনে উত্তাল পরিস্থিতি, রাস্তায় হাজির হাজার হাজার প্রতিবাদী মানুষ
সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে এসেছে।
এই আন্দোলনে অংশ নিয়েছে শিক্ষার্থীরা, যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন।
শনিবার, শিক্ষার্থী ও শ্রমিকরা পুলিশের ডাণ্ডার বাহিনী এবং প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিকের সমর্থকদের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন, এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
সার্বিয়ায় গত কয়েক মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে, যা শুরু হয় রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জনের মৃত্যু হওয়ার পর। এই ঘটনায় সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অবহেলার অভিযোগ ওঠে। ১২ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ভুসিকের বিরুদ্ধে প্রতিবাদের গতি আরও বাড়তে থাকে।
ডিসেম্বর থেকে আন্দোলনে অংশ নেওয়া ২৩ বছর বয়সী ছাত্রি আলেক্সা সিভেটানোভিচ বলেন, “আজ আমরা আমাদের প্রতিবাদ জানাব... একটি সঠিক রাষ্ট্রের জন্য, আইনের শাসন, দুর্নীতি, মিথ্যাচার, মিডিয়ার দমন-পীড়ন এবং নিপীড়নের বিরুদ্ধে লড়াই করার পথ দেখাতে চাই।”
সরকার অবশ্য দুর্নীতি ও অযোগ্যতার অভিযোগ অস্বীকার করে জানায়, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো সার্বিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য কাজ করছে।
পুলিশ জানায়, বেলগ্রেডের একটি উপশহরে একটি গাড়ি বিক্ষোভকারীদের ওপর আঘাত করেছে, যার ফলে তিনজন আহত হয়েছেন। অন্যদিকে, একদল ব্যক্তি ছাত্র ও বিশ্ববিদ্যালয়ের প্রভাষকের ওপর হামলা চালিয়ে তাদের আহত করেছে।
পুলিশ আরও জানায়, রাতভর এবং শনিবার ভোরে ঘটে যাওয়া ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা পিওনিরস্কি পার্কের কাছে ভুসিকপন্থী কৃষকদের ট্রাক্টরের ওপর আক্রমণ চালিয়েছিল। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta