চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করে নগদ অর্থ জরিমানা করা হয়েছে
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা এলাকায় দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৫ মার্চ) দুপুর ১টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এ সময় অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সূত্রে জানা যায়, সফট ড্রিংসের উৎপাদন সংক্রান্ত তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যের অভাব, ক্রয় সংক্রান্ত কাগজপত্র না থাকা এবং প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার কারণে মোঃ আবুল কালামের প্রতিষ্ঠান মেসার্স কালাম স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭ ও ৪৫ অনুসারে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য সংরক্ষণ ও নিম্নমানের ফ্লেভার ব্যবহার করায় ৪৩ ধারার আওতায় মোঃ হাফিজুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স গাউছিয়া ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, দুটি প্রতিষ্ঠানে মোট ৯০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়া অভিযানে জব্দকৃত ১৫০ বস্তা সফট ড্রিংস ধ্বংস (পোড়ানো) করা হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত পরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ এবং মানসম্মত ও অনুমোদিত পানীয় ও শিশু খাদ্য ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta