বাগাতিপাড়ায় এক সপ্তাহ ধরে নিখোঁজ মানসিক রোগী বুলবুলি
নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর গ্রামের বুলবুলি খাতুন (২১) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবতী এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। গত বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এ ঘটনায় তার পিতা মমিন মন্ডল বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বাগাতিপাড়া থানায় সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ বুলবুলি খাতুন দয়ারামপুর ইউনিয়নের তালতলা গ্রামের আঃ মমিন মন্ডলের কন্যা। তার পিতা জানান, ২৩ এপ্রিল (বুধবার) দুপুরে বুলবুলি বাজার যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।
এর পর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। তারা বুলবুলির পরিচিত এলাকায় খোঁজাখুঁজি করেছেন এবং ফেসবুকে তার নিখোঁজ হওয়ার খবরও প্রচার করেছেন। তবুও তাকে খুঁজে না পাওয়ায়, বুধবার (৩০ এপ্রিল) বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, নিখোঁজ প্রতিবন্ধী বুলবুলি খাতুনের ব্যাপারে একটি সাধারণ ডায়েরি রুজু হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে তার সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta